পথের মাঝে দেখি ও কার ছায়া?
নিস্তব্ধ, আলোকিত  চারিপাশ
পরিচিত পায়ের শব্দ শুনতে পাচ্ছি
যেন পরিচিত গলার আভাশ।


পাখি গুলো এত খুশি কেন?
ধুলোগুলো খুব বেশি চুপচাপ
বাতাসে পরিচিত গন্ধ পাচ্ছি,
কার সাধনে ফুলগুলো সাজিছে নিস্পাপ?


কার তরে  প্রকৃতির এই আয়োজন?
কার পানে চাহিয়া বসে আছ?
কার তরে ডাকিছ ক্ষনে ক্ষনে
তুমি এসেছ পথিক, তুমি এসেছ?


পথিক, তুমি ভুলেছ কি পথ?
খুজছ কি ফেলে যাওয়া ভাবনা?
পাচ্ছ কি ফুলের সৌরভ, শুনছ কি পাখির কলরব?
তবে মিছে কেন কর এই বাহানা?
এযে তোমার ই আপন ঠিকানা।