সত্য আর মিথ্যার মাঝে আমার বসবাস
অনিশ্চয়তা ঘেরা ভবিষ্যৎ
অপারগতাই আমার একমাত্র গুন
অপমানই আমার সঠিক প্রাপ্তি।


আমার অবকুন্ঠিত চিত্ত বুঝবে এমন লোক মেলা ভার
আমার সত্যি উপলব্ধি  করবে এমন প্রেয়সি জগতে বিরল,
আমার দান বোঝার মত উদার প্রাণ কোথা পাবো বলতো?
জীবন দেয়ার গল্প যখন নাটকের সংলাপ ছাড়া কিছু নয়।


আমি মানেই যখন অবাঞ্চিত
তখন মরুভুমির বুকে তৃষ্ণা মেটাবার জল খুঁজে প্রাণ বাচানোর মানে সত্যি হাস্যকর।
যদি তপ্ত বালুকাবেলায়,  দগ্ধ  হয়ে মরতে হয় সেই ঢের ভালো
তবু অর্থহীন বেচে থাকার আশা করাই বৃথা।
তাই আজ থেকে না হয় সে পথেরই পথিক হলাম
খসে পড়া তারা হব বলে আকাশেই ঠাই নিলাম।