মধ্য রাত হতে হয়তো কিছুটা বাকি
আমি হাটছি, হাটছি পথের ধার ঘেষে
ক্লান্ত পথিকের মত,
শরিরের অবসাদ যত সাথে নিয়ে,


ব্যস্ত রাস্তা নিরব হতে হয়তো কিছুটা বাকি
আমি দেখছি, দেখছি যন্ত্রমানব গুলোর ঘরে ফেরার আকুতি
রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি আপন ঘরের টান
ঠিক ওদের মত
বিসন্নতার ঝুড়ি কাঁধে নিয়ে।


অমাবস্যার চাঁদ টা  সংগ দিচ্ছে আমায়
কিছুটা ফিকে রং নিয়ে
লুকোচুরি খেলছে মাঝে মাঝে মেঘের আড়ালে গিয়ে,
তাই আমিও হাটছি,  হাটছি ধীর পায়ে
যাতে দোসর আমায় খুজে পায় সহজেই।


অবশেষে,
চাঁদ কে সাথি করে,  
ফিরেছি আপন নীড়ে
মুঠো করে শান্তির বার্তা
ঘরের বাধন এমনই হয় বুঝি
মিলে মিশে  আত্মার আত্মা।