তোমার আমার দূরত্ব অসীম,
আকাশ আর মাটির মাঝে যতটা ঠিক ততটা
বা তার ও একটু বেশি।
তুমি আর আমি খুব কাছাকাছি
এত কাছের যেন চোখ আর চোখের মনি
যেন হৃদয়ের ডান আর বাম অলিন্দ
বা তারও একটু বেশি।


তোমাকে দেখিনা হাজার বছর হল
তবে তোমার সাথে প্রতিদিন হাটি,পায়ে পা মিলিয়ে
তোমার কথা শুনিনা কত যুগ হল
তবে তোমার কথায় মুগধ  হই সারাবেলা
তুমি আছ তুমি নেই
যেন দুই হৃদয়ের খেলা।


তোমাকে বলিনা অনেক কিছুই
জমে গেছে কথার পাহাড়,
ঝুড়ি ঝুড়ি শব্দ,বাক্য পড়ে আছে অনাদরে
তবে তোমাকে শোনাবো বলে বাধি গান
রচি রোজ কাব্য, গাথি গলপ অবলিলায়,
জানি ফিরবে কোনো অবেলায়।