আমার ইচছা করে
কাব্য হই
ইচছা করে শব্দ হয়েই ঝরে পড়ি
বাক্য হই, ছন্দ হই, বিন্যাস হই
কমা,দাড়ি, বিস্ময়সূচক চিহ্ন হই
স্তবকে স্তবকে সাজি নতুন মাত্রায়।


ইচ্ছে করে,
কথার মালা হই,,
অফুরন্ত কথা
এত কথা,  যা বলে শেষ করতে পারবে না তুমি এক জনমে,
ভরে যাবে তোমার ডাইরি, কবিতার সব খাতা
তবু অসমাপ্তই রয়ে যাব।


ইচছে করে
তান হই তোমার কবিতার সুরে
অনুভুতি হয়ে ধরা দেই,
তোমার প্রতিটি উচচারণে
মিশে যাই
তোমার আবৃতির প্রতিটা ভঙ্গিতে
পরিনত হই ছন্দময় সাবলিল কবিতায়।


কাব্য হওয়ার খুব সখ আমার, জানো
কবে থেকে মনের মধ্যে একটু একটু করে লালন করছি মনে নেই
তবে কম করে হলেও এক যূগ তো হবেই।
আর কত যুগ অপেক্ষা করবো বলতো?


এবার না হয় লিখেই ফেলো,
বেশি না পার চার লাইন তো লেখ,
দেখো, কথা গুলো যেন আমার মতই হয়
একটু ছটফটে, আর হাসিখুশি
কবে থেকেই তো দেখছ আমায়,
পারবে না কবি আমায় নিয়ে লিখতে?
খুব বেশি না, দু' চার লাইন,
পারবে না?