ঝরছে অঝরে শাওন ধারা
মনে পড়ে সেই দিন
করুন সুরে হৃদয় মন্দিরে
বাজছে বিরহ বীণ।।


কেন মন দেওয়া নেওয়া
কেন ভালো বাসা-বাসি
কেন আসে সোনালী দিন
অসময় সে কেন চলে যায়
রেখে স্মৃতির কাছে শত ঋণ।।


কেন আঁখি কোণ ভিজে ওঠে
স্মরণে এনে বিরহ অতীত
বুকে ওঠে ব্যথা চিনচিন চিন
সৃষ্টি বিধাতার কেন এ খেলা
ভালোবাসা করে সে ক্ষিণ।।