শুনেছো,স্বপ্ন ভাঙা রাত কাটে কীভাবে?
পথ হাড়া পথিক যেমন ঠিক কাটে সেভাবে।
স্বপ্ন ছোয়া রাত যেমন কেটে যায় খুব স্রোতে,
মায়ের ভালোবাসা শেষ হয় না কোনো মতে।
মা বলে, বাবা তুই কোথায় কেমনে যাস?
বাঁকা পথে যেও, না পাইলেও কিছু খাস।
রাত্রি হলে থামিবে মোড়ে কিছু যদি পাস,
সকাল হলেই ছাড়িবে সাথে যায় যত মাস।