নিঝুম রাতে স্বপ্ন দেখি কুসুম বিছানায়,
সকাল বেলা জেগে দেখি আকাশ গুন্জনায়।
মজায় মজায় স্বপ্ন দেখি রাতেরও বেলায়,
স্বপ্ন ভাঙলে উঠে বসি নরম বিছানায়॥
প্রকৃতিকে ভালোবাসি সবার অচেনায়,
স্বপ্নের নায়িকা তুমি সবার অজানায়।
মানুষের মাঝে স্বপ্ন নাকি সত্যি নাহি হয়,
স্বপ্নে আমি তোমায় দেখি আমারও বেলায়॥
স্বপ্নকে ভালোবাসি রাত্রিকে নয়,
স্বপ্ন ভাঙলে জেগে দেখি পাশে নাহি রয়।
তোমার কথা মনে হলে ভাঙতে নাহি চায়,
ভাঙলে আরো রাগ ভেসে যায় তোমারও আশায়॥
আজ রাত্রি স্বপ্ন দেখি তোমায় কাছে পায়,
সবার মাঝে বেঁচে থাকো শুধু এটাই নয়।
সবাইকে বাসো ভালো বাস্তবতারও মাঝে,
আমাকে স্বপ্নে দেখো তোমার খেয়াল সাজে॥