স্মৃতির পাতার কথাগুলো মনে পরে যায়,
দুই হাজার সাতের ঝগড়াগুলো মনে ফুরফুরায়।
স্কুলেতে খেলার সাথী বন্ধু কেহ নয়,
যখন তখন ঝগড়া লাগে কেহবা কারো হয়॥
মনের মাঝে ভয়ভীতি সদা সর্বদায়,
স্কুল গেলেই বেঞ্চি নিয়ে কে কাকে কাদায়।
স্যাররা থাকে কাজে ব্যস্ত তবুও নালিশ পায়,
বিচার করা যেমন তেমন দুটো গালি দেয়॥
দিন কেটে যায় দিন কেটে যায় তবুও রয়ে যাই,
প্রাইমারী নাকি পাস করেছি বুঝতেই নাহি পাই।
বাবা-মা'র দেখাশোনা এবার বেড়ে যায়,
সিক্স সেভেনে উঠতে উঠতে বুঝতে একটু পায়॥
এইট নাইনে বন্ধুত্ব একটু গভীরে চলে যায়,
এখন মোরা কাউকে ছাড়া থাকতে নাহি চায়।
বিপদ আপদে পাশেই থাকি বন্ধুত্ব শুধুই নয়,
সুখে দুঃখে শেয়ার করি প্রেমালাপয়॥