সেই খাতা তুমি__
যেখানে লেখা ছিল
বর্ষার ঘনঘোটা আকাশ
সেই খাতা তুমি__
যেখানে আঁকা হয়েছিল
তোমার প্রতি আমার বিশ্বাস॥
সেই খাতা তুমি__
যেখানে নিদ্রা হয়েছিল পর
দোয়েলেরও ডাক আযানেরও স্বর!
সেই খাতা তুমি__
যেখানে ছন্দ ভরা রস-গল্প
রচিতে ভালো লাগে স্বল্প॥
সেই খাতা তুমি__
যেখানে সুরে রয়েছে ছন্দ
তবু বুঝলেও না হলে মন্দ!
যেখানে রচা হতো কত ছবিতা
পড়লেই মনে হতো
সে যে এক অপরূপ কবিতা॥