সব কালেই সমান নয় গ্রীষ্মেরও বেলায়,
ফল পাঁকার সময় তুমি অন্য কালের নয়।
সব সঁন্ধ্যা,সঁন্ধ্যা নয় তোমারও মাঝে,
সঁন্ধ্যা বেলায় বসে থেকো আমার অন্তর সাজে॥
সঁন্ধ্যা তুমি বড়ই দামি প্রকৃতিরও কাছে,
ফল দেওয়ার মাঝে নাকি বাঙালিরা বাঁচে।
সঁন্ধ্যা বেলায় গল্প শুনি দাদিরও মুখে,
তোমার হাসি ফুটবে নাকি পুর্ণিমারও সুখে॥
আমার দাদু বড়ই সাধু দিনেরও শেষে,
সব পাখিরা বাসায় ফিরে আনন্দেরও বেসে।
দাদি নাকি বড়ই দুঃখী তোমার কথা শুনে,
দাদু হলো বড়ই সূখী তোমার প্রহর গুনে॥
শিশুদের পড়ার মাঝে তুমি বেঁচে থাকো,
পাখিদের কিচিরমিচির মায়েরও ডাকো।
আমার কাছে সঁন্ধ্যা মানে সঁন্ধ্যা নাহি রয়,
পবিত্র মাসে সঁন্ধ্যা নাকি কত দামে পায়॥