মন দিয়ে বইঠা বোয়াই নইতো খেয়া মাঝি,
মন চাইলেই মন নিয়ে নেই আমি প্রেম মাঝি।
পদ্মরাগী পদ্মফুলের সুভাশ পেতে চায়,
মনের মাঝে ঘণ্টা বাজে প্রেমেরও নেশায়॥
তীব্র দহনে মনের গহীনে বেঁধেছে বাসা,
ফুল দেয়নি পাপড়ি দেয়নি তবুও ভালোবাসা।
নব নবীনরা গাইছে গান পার করো প্রেম মাঝি,
দলে দলে তারা হইছে পার এসেছে আজ সাজি॥
পদ্মফুলের গন্ধে তারা ধরেছে আত্মবাজি,
গহিণী বনের বাঘ ধরেছে মেরেছে প্রেম মাঝি।
পাল তোলে তোর নৌকা চলে নেইতো কোনো ঘাট,
প্রেমের মাঝে দরাদরি তিলঠাই নাই আর মাঠ॥