শিশু মোরা শান্ত মোরা দেশের ভবিষ্যৎ,
আমরা হলাম দেশের গর্ব দেশেরি সম্পদ।
ছেলে-মেয়েদের বিয়ে আঠারোর আগে দিলে,
শিশু বিবাহ তারে দেশের লোকে বলে॥
লোভ লালশায় পড়ে জ্ঞান বুদ্ধি হরে,
ছেলে-মেয়েদের বিয়ে দেয় যে তারা লুকিয়ে ঘরে ঘরে।
দাদা-দাদিদের কাছে বড়ই খুশি লাগে,
নাতি-নাতনীর বিয়ে দেয় যে মরার আগে॥
কি করি কি করি ভেবে নাহি পাই,
শিশু বিবাহ বন্ধ করতে সোচ্চার হয়ে যাই।
মোবাইল ফোন আশার পরে বলবো কি আর ভায়,
ছোট ছোট ছেলে-মেয়ে প্রেম করতে যায়__
যার ফলে ছেলে-মেয়েরা বিয়েকে করে বরণ,
কিছু দিন পরে দেখা যায় তাদের হয়ে যায় মরণ॥