পথ হাড়া সৈনিক তুমি
দেখনি কোন পথ
পথ হাড়া পথিক তুমি
দেখনি কোন নদ,
ছিল কত বন-বনানি
খাল-বিল ভরা জল
গাছ-গাছালি দেখনি তুমি
চলেছো উপরিতল॥
করেছো ক্ষতি দিয়েছো গতি
ফসলেরও মাঠ
ছিল নাকো জল দিয়েছো ফল
নদীরও ঘাট,
বক্ষ জুড়িয়া নেইকো জল
ফসলেরও গোড়ে
অন্নের জন্য পাইগো ফল
মনেরও গোলা ভরে॥
নিষ্ঠুর পাষাণ ছুঁইতেই তুমি
কোমলীয় মন
বক্ষ কাপানো হৃদয় জুড়ানো
অনুক্ত সাঁইফোন,
এসেছিলে তুমি স্রোতস্বিনী থেকে
তিস্তা যার মাতা
দেখলে তোমায় হৃদয় জুড়ায়
স্মৃতিতে তুমি গাঁথা॥
বাঁশ বেত আর কাঠ দিয়ে নও
ইট পাথরে বানা
দিয়েছো ধন পাও নিকো মন
সবার হৃদয় কেনা,
পদাঙ্ক ফেলে উদরে হেলে
যখনি হই কাত
মনের তৃষ্ঞায় স্মৃতির নেশায়
কেটে যায় রাত॥