এ মহল্লায় তোমাকে চেনেনা কে এমন আছে
চারদিকে মানুষের ঈর্ষা-কাতর চোখ-
দূর থেকে তোমার পূজায়  ক্লান্ত-
কতো রাত নির্ঘুম অসম্ভব কল্পনায় কেটে যায় -
কল্পনায় হত্যা করি,কতো প্রতিদ্বন্দ্বীকে নির্বোধের মতো
পাওয়ার জন্যে কি প্রাণান্ত সাধনা-
সব ব্যর্থ ইচ্ছেরা যখন খাদের কিনারে পৌঁছে যায়
একদিন -একমূহুর্ত চোখ তুলে
আমাকে কি স্পষ্ট করে দেখলে?
কি দেখলে?
ধুলো ঝেড়ে বিস্ময়ে দেখি
তেমনি অধরা-
অন্য-মগ্ন মানুষ তুমি-
কি নিয়ে এমন ব্যস্ততায় কাটে তোমার দিন-রাত ?
সেই একই কাজের কথায় কথায়
কেবলি ভুলিয়ে রাখো আমায়-
তুমি কি মানুষ-নাকি অতিমানুষ ?
আত্মস্থ হয়ে দেখি -
বোকা ক্রোধে ফেটে পড়া সমূদ্র গর্জনের মতো
বিস্ময়ের কুয়াশায় হারিয়ে যায় এই বর্তমান-