বারান্দা বাগানের আহলাদী গাছগুলো
সকালের মিঠে রোদেই ঢলে পড়লো-
কিছু তার কীট পতঙ্গে খেলো-
কিছু শিকড়-পচা  রোগে দূর্বল
হাত নেড়ে আমাকে জানাচ্ছে মুমূর্ষ বিদায়-
মন বাগানের গাছগুলোকেও
পর্যবেক্ষণে রেখেছি আজকাল-
বিশ্বাস শব্দটি নিয়ে চলছে জোর গবেষণা
এর কোনো সত্যিকার অস্তিত্ব আছে কি?
নাকি মানুষ থেকে মানুষে -
সময় থেকে সময়ে-
বিশ্বাস কিছু ভণ্ডামীর সাথে যুদ্ধ করে ---
আহত হয়ে পড়ে থাকে মাটিতে-
আবার খুঁড়িয়ে খুড়িয়ে হাঁটে-
মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়  কোনো মাহেন্দ্র ক্ষণে
তার সাথে দেখা হয়না সহসা-
তুমিও শব্দে-শব্দে -
ইশারায়- ইংগিতে বিশ্বাস সাজালে
সরু চোখে আজকাল পরখ করে নিতে শিখেছি
কোনটা তোমার শব্দ!
কোনটা বিশ্বাস!
অথবা তুমি এখন পড়ে থাকা কিছু শব্দ-ফানুষের সমষ্টি-