বাবার হাত ধরে এক হাঁটু ধুলোয় ডুবে গিয়ে
কিছু অমূল্য বিকেলের স্মৃতি পিছু নেয়-
পাখীদের কাকলী-
সবুজ জলার জলে মাছেদের নক্শা-
সেসব ফেলে এলাম কোথায় ?
অনেক রুক্ষ অভিজ্ঞতায় সাজানো এই বর্তমান-
নি:শর্ত কিছুতেই অভ্যেস নেই
নাগরিক সুখ-শর্তে নিশ্চিত দিনকাল-
একবার ডুবে গেলে
ভেসে উঠে ক'জনা?
অস্তিত্ব জুড়ে শহুরে দূষণ -
একদিন ভুল করে -অনিচ্ছায় চলে আসি
একটি বিকেলের আঙ্গিনায়-
পাকা ধানের ঘ্রাণে সুবাসিত বাতাস-
পশ্চিমে ঢলেছে দিনের তেজী-সূর্য্য
প্রান্তর ভেসে যাচ্ছে অমল আলোর বন্যায়
চার পাশের বিশালতায় কেউ কোথাও নেই
কেবল আমি আর শেষ বিকেলের আলো মুখোমুখী-
আহা কি কোমল মিষ্টি আলো-
বাতাসে কি একটু শীত শীত আমেজ?
মানবিক অস্তিত্ব একটু একটু করে
হারিয়ে গেলো সোনালী আলোর সাম্রাজ্যে
হারিয়ে যাচ্ছি  ...হারিয়ে যাইনা?
কার কি ক্ষতি
খোয়ালে নিজেকে এই বিশুদ্ধ রোদের দেশে?
যদি শর্তহীন  হয় এই হারিয়ে যাওয়া -
তোমাকে সাক্ষী করে -
তোমার পাশাপাশি-