কতো তো জমলো স্বীকৃতি-
কতো অকারণ ইঁদুর দৌড়-
কতো অবহেলা
আমাকে যাদের ছিলো বেশী প্রয়োজন -
এ জীবনে ত্যাগের সাথে হয়নি সখ্যতা
ভোগের সাগরে এই ডুবে ডুবে থাকা-
জীবনের ভাণ্ডার থেকে
কেবল চক্ষুলজ্জাহীন
ব্যাপক অপচয় -অপব্যয়-
এখানে পিছুটান গেঁয়োপনা-
এক জীবনে কখন
অদৃশ্য ষড়যন্ত্রের নির্বোধ শিকার হয়ে যাওয়া
জুড়ে দেওয়া হাজার একটি বেঁচে থাকার অলীক শর্ত -
অজুহাতে অজুহাতে ভরে থাকা বর্তমান-
আত্মতৃপ্তির স্বাদ অদেখা-অজানা-
খ্যাতির অলংকারগুলো
ছুঁড়ে ফেলবো এবার সজ্ঞানে;
এসব আজ বড় বেশি ওজন,খুব ভারি-