এমন এক সময় ছিলো
কথারা হয়ে উঠতো সময়হীন টর্নেডো
কথা ছিলো আর কোনদিন
লিখবোনা বেদনার গান
নাও, নিয়ে যাও
ভাংগা ঘর
পাতাঝরা উঠোন
পরিত্যক্ত পুকুরঘাট
অযত্নের বাগানবাড়ি
দিগন্ত বিস্তৃত বিশ্বাসের সবুজ মাঠ
স্বপ্নের একান্ত আকাশ
জাগতিক যাকিছু আছে সব
শুধু আমাকে নিও না-
আমি যে সজ্ঞানে সন্ধি করেছি
প্রিয়তম মৃত্যুর সাথে-