নেই সেই রথ,আছে দ্বৈরথ ।
আনাচে কানাচে দুর্যোধনেরা করে বসবাস,সর্বনাশ ।
নেই গাণ্ডিবধারী অর্জুন,
আছে অস্ত্রধারী চাদাবাজ,সন্ত্রাস।
নেই সেকালের দ্রপদি,
তবু দুস্শাসনের নির্যাতন,বস্ত্র হরন,ধর্ষণ
কমেনি আজ অবধি।
ক্যাসিনো রয়্যালে রাজপুত্র আজও ধরে বউবাজি,
আজও গুরু দ্রনেরা পুত্রস্নেহে অসৎপথে যেতে রাজি।
নির্বিঘ্নে চলছে নব্য শকুনির আধুনিক চক্রান্ত,
শেয়ার বাজারে সব হারিয়ে লাখো মানুষ সর্বস্বান্ত।
আজও ভিস্মরা নিঃস্ব হয় দেশকে ভালবেসে,
দেশের মাটিতে।
আজও কর্ণেরা লড়াই করে জাতের ব্যবধান তুলে দিতে।
হায় শ্রী কৃষ্ণ!কেন করেছো মহাভারত নামের
তথাকথিত ন্যায় যুদ্ধ!
ন্যায় আজও অন্যায়ের পদদলিত,পিষ্ট।
বরং নিজেই  হয়েছো গান্ধারীর অভিশাপে অভিশপ্ত।
আজও তুমি প্রশ্নবিদ্ধ !