তোমার জন্য একটা ভীষণ সুন্দর কবিতা লিখে এনেছি,
তুমি শুনবে?হয়তো তোমার মনে ধরবে,ভাল লাগবে!
কি বললে বুকের রক্ত দিয়ে লিখেছি কিনা!
না! রক্ত দেখলে আমার প্রচণ্ড ভয় হয়,
সমস্ত শরীর শিউড়ে ওঠে,আঁতকে উঠি।
চোখে অন্ধকার দেখি,মাথা ঘুরতে থাকে।
রক্ত দিয়ে কবিতা লেখার কি এমন প্রয়োজন!
লিখেছি আমার খুব প্রিয় কলমটা দিয়ে।
যে কলমটা তুমি দিয়েছিলে উপহার।
কোথায় লিখেছি জানতে চাচ্ছো?
তুমি জানতে চাচ্ছো কোথায় লিখেছি!
ডায়রিতে না হৃদয়ের পাতায়!  না!
ডায়রিতে লিখিনি,হৃদয়ের পাতায়ও লিখিনি।
অনেক খুঁজে অবশেষে লেখার মতো কাগজ পেলাম,
পেন্সিলে লেখা পুরনো কাগজ।
রবার দিয়ে ঘষে আগের লেখা মুছে এরপর হৃদয়ের কথা
লিখেছি ঐ পুরনো কাগজটায়।
কি বললে কবিতাটি শুনলে তোমায় কি দেবো!
আচ্ছা তুমি কি চাও বলতো!
তুমি কি আমার এই কবিতাটি শুনতে চাও!
যে কবিতা তোমার জন্য,শুধুমাত্র তোমার জন্য লেখা,
যে কবিতা আমার সমস্ত প্রেম,সমস্ত ভালবাসা
উজাড় করে লেখা,যে কথা হাজার চেষ্টা করে কখনও
মুখে আনতে পারিনি সেই কথা লিখে এনেছি
এই কবিতায়, তুমি কি আমার এই কবিতা শুনতে চাও!
না কি বুকের রক্ত!না কি সুন্দর মলাটের ডায়রি!
আমি অবাক হলাম মাইরি!