মসজিদে আল্লাহ্‌            মন্দিরে ভগবান
সেজদায় আল্লাহ্‌            প্রণামে ভগবান
শ্মশানে হিন্দু                কবরে মুসলমান
উপোষে হিন্দু               রোযায় মুসলমান
              এইতো ব্যবধান !


একই স্রস্টার সৃষ্টি আমরা
              এক আদমের সন্তান
একই রক্তে মাংসে শরীর গড়া
              একই বৈশিষ্ট্য বিদ্যমান
সুখ-দুঃখ,হাসি-কান্নায়
              একই অনুভুতি বিরাজমান
              কোথায় ব্যবধান?


গাছেতে,
     মাছেতে,
          ফুলেতে,
               ফলেতে
মানুষের শরীরে
      চামড়ার রঙেতে
              আছে ব্যবধান ।
দিন কি পারবে কেটে নিতে রাতের গর্দান ?
স্রস্টা জানেনা কে হবে হিন্দু কে হবে মুসলমান !