দীঘিটার স্বচ্ছ জলে অনেক পদ্ম ফুটেছিল।
সন্ধ্যা নামার একটু আগে,
কৃষ্ণচূড়া গাছটার নীচে একা ছিলাম।
তোমার আসার কথা ছিল, আসলেনা।
একলা আকাশ,একলা গাছ,একলা দিঘি,
একলা আমি কেউ কারো নয়,
যে যার মতো তোমার জন্য অপেক্ষায় ছিলাম।
দেয়ালে টাঙ্গানো ছবির মতো স্থির।
চুলার উপর হাড়ি ছিল,হাড়িতে চাল ছিল,জল ছিল,
অথচ রাঁধুনি আগুন জালতেই ভুলে গেলো!
আগুন ছাড়া কি রান্না হয়!
তোমার আসার কথা ছিল,তুমি আসলেনা!
যদি আসতে সব অন্যরকম হতো।