কবিতা সবাই পড়েনা,
কিছু লোকে পড়ে।
যারা পড়ে তাদের সকলে বোঝেনা,
কিছু লোকে বোঝে।
যারা বোঝে তাদের সকলে ভাবেনা ,
কিছু লোকে ভাবে।
যারা ভাবে তাদের সকলে লেখেনা,
কিছু লোকে লেখে।
যারা লেখে তাদের সকলে প্রকাশ করেনা,
কিছু লোকে করে।
প্রকাশিত কবিতার সব কবিতা উৎকৃষ্ট হয়না,
কিছু কিছু হয়।
সেই সব কবিতা বাঁচিয়ে রাখে কবিকে,
এই সব কবি স্বপ্ন দেখায় আগামিকে,
আগামির অপেক্ষায় বর্তমান,
বর্তমান যেইসব কবির স্বীকৃতি চায়,
তাদের সকলে পায়না কেউ কেউ পায়।।