অনুভুতি নড়েচড়ে উপলব্ধির দরজায়।
সুখ তখন ভোগবিলাসী,উন্মুক্ত প্রবেশদ্বার,
                         কষ্টেরা উঁকি দেয়;
ঘাপটি মেরে বসে থাকে সুযোগের অপেক্ষায়,
অতঃপর কোন মুহুরতের একটু সুযোগে করে প্রবেশ,
                        সাম্রাজ্যবাদ বিস্তার পায়।
সুখ সব লোপাট, ক্ষতবিক্ষত ফুলেদের লুটোপুটি,
হৃদয়ের রাজ্যে বুকফোলা কাঁটাদের বিজয় উল্লাস।
আকাঙ্ক্ষার বসতিতে বসত করে দীর্ঘশ্বাস ।
অতীত সুখস্মৃতি বর্তমানের সঙ্গি হয়ে,
ভবিষ্যতের দিকে পা বাঁড়ায় ভরসাহীন আশা নিয়ে।।