ঐ যে দুরের আকাশ,রাতের অন্ধকার,দিনের আলো
ওসব আর কিছু নয়,আমাদের সকল কর্মের,অপকর্মের সাক্ষী ।
ভাবছো বাতাস শান্তির স্পর্শ দিয়ে গেলো,
ওটা স্কানার,আমাদের ভিতরের সঞ্চিত পাপের,পুন্যের প্রতিবেদন
প্রস্ততের নমুনা সংগ্রহের বিশেষ প্রক্রিয়া
যেসব করেছো সবচেয়ে ঘৃণা,যেসব তোমার সবচেয়ে ভয়ের
কারন,এতসব রোগ,শোক
ওসব আর কিছু নয়,নরকে/দোযকে তোমার আমার শাস্তির উপকরণের সাধারন নমুনা মাত্র,দীর্ঘ সুড়ঙ্গের মুখ,প্রথম দৃশ্য ।
পাখির গান,সুগন্ধি ফুলের ঘ্রান,শিশুর হাশিমাখা মুখ
যে আনন্দের অনুভুতি সৃষ্টি করে
ওসব আর কিছু নয়,বেহেস্তের/স্বর্গের সুখের শিরোনাম ।
ঐ যে শুনছো মন্দিরে ঘণ্টা বাজছে,মসযিদে সুমধুর আযান
এসব, নিরন্তর প্রচেষ্টায় আমাদের সংশোধনের,পাপ থেকে মুক্তির,
পুণ্য অর্জনের আহ্বান ।
এই কবিতায় যা কিছু লিখলাম এইসব সব কিছু নয়,
অনেক কিছুর মাঝে কিছুমাত্র ।
বাকিসব পাঠকের ইচ্ছাঘুড়ি।সেই পাঠক আমি নিজেও ।