আমাকে ছেড়ে কতদূরে যাবে!
উঠোন পেরিয়ে,ফসলের মাঠ পেড়িয়ে,
সবুজ ঘাস মারিয়ে,মেঠো পথ পেড়িয়ে
শহুরে রাস্তায় যানজটের পাশে মানুষের
ভিড় তার পাশে আবর্জনার স্তুপ,
ধুলোর ধূসর কুয়াসা,বিসাক্ত কালো ধোঁয়া,
তবুও যাবে!
যেখানে সবাই কেবল বলে যায়,কেউ শোনেনা!
হৃদয়ের কান্না বুকের ভীতরে দীর্ঘশ্বাসে চাপা রেখে
এক চিলতে লোকদেখানো নিষ্প্রাণ হাসি মুখে মেখে
জীবন্মৃত অবস্থায় থেকেও
আমার থেকে দূরেই যাবে!
মরিচিকা প্রেম,ভাসমান ভালবাসা,বর্ণচোরা আবেগ,
রঙচটা দাম্পত্য,ফ্যাকাশে স্বপ্ন,পানসে সুখ,
ব্যস্ততার উত্তাপে শুকিয়ে যাওয়া চোখের জল,
বিবর্ণ অনুভুতি,দানবীয় যুক্তি
জ্বালাবে-পোড়াবে দেবেনা মুক্তি!
ঘাড়ে চেপে বসা ছন্নছাড়া অশান্ত ভুত
নিজে নাচবে তোমাকেও নাচাবে,
তবুও আমার থেকে দূরে চলে যাবে!
দূরে যেতে যেতে,ভুলে যেতে যেতে
নিজের অজান্তে নিজেরই থেকে দূরে,
নিজের কাছেই এক অচেনা মানুষ!
তবুও যদি যেতেই চাও তবে সেখানে যাও
যেখানে জীবন প্রকৃত প্রকৃতির মাঝে বেঁচে থাকে!