ছুটছে দুঃখ দূর্বার গতিতে,
দুঃখকে কাটিয়ে এগিয়ে গেলো কষ্ট,
কষ্টের সাথে সমান গতিতে হতাশা,
অশান্তি,ভোগান্তিকে পেছনে ফেলে
এগিয়ে আসছে দুর্দশা,
দুর্দশা আর দুঃস্বপ্নের সাথে চলছে
হাড্ডাহাড্ডি লড়াই,
এদিকে পিছিয়ে নেই দুর্ভোগ।
দুর্দান্ত এক দৌর প্রতিযোগিতা চলছে
দেখা যাক কে যেতে।
প্রতিযোগিতার আয়োজনে দুর্নীতি,
আর্থিক সহযোগিতায় মূল্যবৃদ্ধি,
প্রচারে অস্থির রাজনীতি।
এমন সময় মাঠের বাইরে অনাকাঙ্ক্ষিত
হট্টগোল বেঁধে গেলো,
ভিখারি বেতনকে লাঠিপেটা করছে
অপশক্তি কর্তৃপক্ষ।
চলছে প্রতিযোগিতা ছুটছে প্রতিযোগী,
জন্ম আর মৃত্যুর দুই পাশে দুই খুঁটিতে
বাঁধা আছে আয়ুরেখার লালফিতা,
জীবনের পথ ধরে চলছে দৌর প্রতিযোগিতা।
এদিকে স্ট্রেচারে করে সরিয়ে নেয়া হচ্ছে
অসুস্থ আনন্দকে!
মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি সুখ!
হাঁটু ভেঙ্গে মাঠে পড়ে আছে বেচারা স্বপ্ন!
তবুও খুব জোর প্রতিযোগিতা চলছে,
অথচ ওঁরা জানেইনা বিজেতার পুরস্কার কি হবে,
আদৌ কিছু পাবে কিনা!