বুঝলে দাদা আজব ব্যাপার দেখতে পেলাম আজ
শরীর থেকে ঘাম ঝরছে করলে পরে কাজ!!
বাজার থেকে সব্জি কিনে আনছে লোকে ঘরে,
সকাল বিকেল বাচ্চাগুলো পড়তে বসে পড়ে।
বুঝলে দাদা ওরা সবাই রাঁধা খাবার খায়
রাত্রিবেলা ওদের জানো এমনিতে ঘুম পায়!!
দুচোখ দিয়ে দেখে তারা,কান দিয়ে সব শোনে
এসব দেখে বিষম ধাঁধা লেগে গেছে মনে।
তুমিই দাদা আসল জ্ঞানী,তোমার চরণ ধরি
কারণগুলো বোঝাও আমায়,শান্তিতে যাই মরি।