দিন বদলের সময় এসেছে
এসেছে সুদিনের হাওয়া।
আজ পথ দেখা দিয়েছে
থেমেছে আসা যাওয়া।
আজ মন ভোলানোর দিন
আজ রক্তিম আহ্বান,
কাল ফিরে যাওয়া হাতছানি
সময়ের অভিমান।
হারানো সময় গতির চলা
বেবাক মুখে কথা বলা।
চাঁদ রবি হারা বিরহ বেদনা
বেঁচে থাকা শুধু জমাট যাতনা।
মুক্তি খোঁজা বৃথা হলো আজ
মুক্তি কোথাও নাই।
হারানো সব বুকের ব্যাথা
কথা বলতে চায়।