মধ্যরাত,কালো জল
দুটি রাজহাঁস পুকুরে,
নীল জলে কেউ ছিল না
দেখেছিলাম দুপুরে।
পদ্মপাতায় টলমলে
এক ফোঁটা জল,
দমকা হাওয়ায় দুলে গেল
হাজার শতদল।
পশ্চিম লাল হয়েছে
উড়ছে ধুলো মাঠে,
হলুদ রঙের সাপটি এসে
ঢুকলো দেওয়ালের ফাটে।
সাঁঝ নেমেছে শঙ্খ সুরে
মৃদু হাওয়ায় ভেসে,
কালো জলে ভিড় দেখি
জমলো অবশেষে।