এই বিশ্ব শুধুমাত্র
মানুষের নয়,
এরই মাঝে রয়েছে
গাছের পরিচয়।
আদিম যুগে অরণ্যের
অভাব ছিল না,
গাছ কাটার স্বভাব মানুষের
আজও গেল না
মানুষ আজ সভ্য হয়েছে
পেয়েছে উঁচুতে স্থান,
বনভূমি ধ্বংস করে
শহর করেছে দান।
আজ বনভূমি নেই বলে
প্রতিকূল জলবায়ু,
এভাবেই মানুষ নিজের
কমিয়েছে আয়ু।
গাছই কেবল দিতে পারে
এর থেকে মুক্তি,
গাছই হল সভ্যতার
একমাত্র প্রাণশক্তি।
চারিদিকে আজ একটি ধ্বনি
শুনতে পায় কান,
সকলে একত্রে বলছে আজ
"একটি গাছ, একটি প্রাণ।"