দিনের শেষে পশ্চিম আকাশে
সূর্য ঢলে পরে,
দিনের আলো কমে আসে
পাখিরা বাসায় ফেরে।
রাখাল গোরুর পাল নিয়ে
উড়িয়ে দিয়ে ধুলো,
খেলাধুলো শেষ করে
ফিরছে ছেলেগুলো।
দুরের ওই গাছগুলি সব
আবছা হয়ে আসে,
সূর্য যেন অস্ত গেল
বাঁশ বাগানের পাশে।
এরপর সন্ধ্যা আসে
হাজার তারা ওঠে,
ঝোপে ঝাড়ে আলো নিয়ে
জোনাকিরা ছোটে।
চারিদিক থেকে ভেসে আসে
ঘন্টা শাঁখের শব্দ,
মন্দির মসজিদে আলো জ্বলে
গ্রাম হয় স্তব্ধ।
ছোটো ছোটো ছেলে মেয়েরা
কোল ঘেঁসে বসে,
ঠাকুরমা-ঠাকুরদারা সব
গল্প শোনায় হেসে।
জ্যোৎস্নারর চাঁদখানি
তালগাছের ফাঁকে,
দূর হতে শিয়ালেরা
হুক্কা হুয়া ডাকে।