তার চুল গুলো এলোমেলো-পাগলীর মতোন পাগলীটা,
চোখ চঞ্চল কাজল কালো-ও চোখে সব পূর্ণতা,
প্রেম নিবেদন করলে লাজুক- শব্দ ছাড়া সে হাসে,
মুচকি হেসে প্রকাশ করে-আমায় কতো ভালোবাসে।
কথার পিঠে কথা চলে-কথামালায় কাটে প্রহর,
কথা যেন শুরুই হয়নি-নিশি ফুরিয়ে হল ভোর।
এক রাত্রির জাগরণে ক্লান্ত দেহ তার ঘুম কাতর,
ক্লান্তি তারে ছোঁয়না মনে-প্রেম ভরা তার মন শহর।
গল্পটা আজ লিখব বলে-পাগলীকে বলি ঘুমিয়ে যা,
পাগলী বলে ঘুম আসেনা-মন শুধু চায় ভালোবাসা.......


২৯ কার্ত্তিক,১৪২২ বঙ্গাব্দ।