হৃদয় জায়নামাজে সে আমার প্রার্থনা..,সে যে আমার নিশু সুনিপুণা..
প্রতিক্ষন প্রার্থনায় আমি তোমায় চাই নিশু তুমি জানোনা..
মাতাল হাওয়াতে যখন তোমার চুল মুখ ঢেকে দেবে তখনো কি আমায় প্রয়োজন হবে না..
কে সরাবে এলো কেশ আমি না থাকলে তোমার পাশে..
তাইতো আমি প্রার্থনায় চাই তোমারে..
এলো কেশ সরায়ে অপলক দেখিব তোমারে পরান ভরে..
জানি, মানুষের সব আশা কখনও পূর্ণতা পায়না..,
ঠিক যেমন ছন্দের মিল অফুরান্ত তবু কিছু ছন্দ কবিতা হয়না..
কোনো সপ্ন নও তুমি আমার বাস্তবতা..
খোদাই করে লিখেছি হৃদয়ে,
হৃদয়ে লেখা নাম কভু মুছে যায়না...
মরনের পরেও তোমায় ভালবাসি আমার নিশু সুনিপুণা...


©-সাদা কাঁক
২৬ জ্যৈষ্ঠ ১৪২১


উৎসর্গ: আশ্চর্য রূপের অধিকারী সেই মেয়ে-টিকে ( আমার নিশু সুনিপুণা , সে সুনয়না )