পৃথিবীর প্রান্তরে কে আমি ?
কেন অগোছালো পথের মোড়ে..
কেনইবা হেঁটেছি শত যুগান্তরে...
আমি যেন একলা পথিক এই প্রান্তরে..
হেটেছি বহু পথ-পেছনে থেকেছে যা,
আলো গুলো নিভে গেলে- শুধু ধুলো
পথ পেরুলেই পেছনে ধূসরতা..
কত দূরত্ব এসে গেছি-আরও হেটেছি..
ক্রন্দন-হাসি অথবা চোখে ছলনা...
প্রাণবন্ত-প্রাণহীন এই পথ-প্রান্তর..
থেমে দেখি পাইনি কিছুই-শূন্য অন্তর..
গন্তব্য যতদুর যেতেই হবে সেখানে..


-সাদা কাঁক(মেহেদী হাসান)
১৮ অগ্রহায়ণ ১৪২১.