কত শতবার পুনরুজ্জীবিত হই তব পরশে,
পুরাবিৎ কহেন এই হেতু চলিল জীব যুগ যুগ ধরে_
বৎসল্য মায়া ত্যাগে করি বিজনে গমন,
অরণ্যে সাধন মগ্ন রই সুনিপুণা তব মনীষিতার_
মন বিজনে মদাত্যয়ীর মত মোর বিষাধ প্রলাপ,
নির্জন নিরালায় তব বঞ্চনার স্মৃতি মোরে তারা করে_
সাধন পণ্ড হয় তব দান উত্তাপ তৈজস দহন সহিতে,
অনৃতভাষী কিছু শব্দ ঘৃণিত মোর শ্রবণে তব ঠোঁটের উচ্চারণ_
জগৎপতির এজলাসে তোর প্রবঞ্চনার শাস্তি অবশ্যক-অনিবার্য,
সে ক্ষণে মহা প্রভুর সমীপে তোর জন্যে ক্ষমা মিনতি এ ভাগ্য বিবর্জিতর উপহার__
উজার করিয়া সপে দেয়ার বিনিময়ে মন যদি কিছু না পায় এ বসুমতীতে,
শব্দশাস্ত্র সাধনে তোরে অমর করেছি-এ মোর মহা প্রাপ্তি আর ভালোবাসার স্বার্থকতা____॥