সেদিন দেখেছিলাম তোমাকে মন রেজিষ্টার অফিস রোডে,
সস্তা মূল্যের বিনিময়ে তুমি মনটাকে বিক্রি করে দিলে কার কাছে_
তোমাকে দেখে আমি থমকে থেকে ছিলাম পলক পড়েনি চোখে,
আমার উপস্থিতি টের পাওনি না জানি তাকাতে চাওনি আমার দিকে_
বুকে জমে থাকা বহু দিনের পুরনো চাপা ছাই হঠাৎ জেগেওঠে,
আগ্নেয়গিরীর মত দ্বাবানল দহন ,বহুদিন পর বুক জুড়ে  দাউ দাউ করে_
আমার চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছ জানি তুমি অনেকটাই,
তুমি জানো এদিকে তাকালে দহন তাপে পুরে হবে তুমি ভষ্ম ছাই_
বুদ্ধির কোন কমতি নেই তোমাতে তা আবারও প্রমান করে দিলে,
প্রতারণা প্রতিযোগিতা হলে তুমি নিশ্চিত একাই সেরা নির্বাচিত হবে_
সুনিপুণা, তবু আমি তোমাকে কখনো  প্রতারক বলবো না,
আমি তোমার প্রেম বঞ্চিত তা জেনে বুঝেই তোমার মাঝে ভণিতা_
পৃথিবীতে যারা ভুল করেছে কিংবা ভুলে পড়েছে আমি তাদের সেরা,
তোমাকে ভালোবাসাই হয়তোবা পৃথিবীতে প্রথম প্রধান ভুলে পরা_
অন্ধকারে বন্দী আমার আকাশটা পুরোটা দিন আর রাত,
বন্দি আমি তোমার ইন্দ্রজালে জীবনে আসেনি বহুকাল প্রভাত _