সঙ্গমে ব্যর্থ রাষ্ট্র মশাই
তার অক্ষমতার মুখে ছাই দিয়ে বউকে পররাষ্ট্রে পাঠান,
জনগণ আয়নাবাজী দেখে নিরর্থক বিনোদন নিচ্ছেন; ঘামছে প্রবাস জীবন ।


এই দেশ হা-ভাতে মানুষের; মজলুমের;
এই দেশ কৃষিজীবির,
তিরিশ লাখ তাতীর বুননে গড়া পতাকা,
সবুজ হৃদয়ের স্নিগ্ধ রক্তিম সূর্য দিনের ।


দয়া কোরে বিশুদ্ধ নদীর জল আর বিষাক্ত কোরবেন না ,
এবার অন্তত রাষ্ট্রীয় জলাশয়গুলো শুদ্ধ করুন ।
দয়া কোরে ফরমালিন গিলে আর যৌনাক্ষম হবেন না;
প্লিজ, আর পৃথিবীর মানুষ হাসাবেন না ।
বন্ধ করুন এইসব ছলচাতুরী, জনগণকে মানুষ বোলে স্বীকৃতি দিন ।


আমি স্রষ্টার মনোনীত সত্যবাদী,
আমি স্রষ্টার প্রেরিত দার্শনিক,
অন্তত তাই আমাকে বোলতেই হচ্ছে -
"দুই হাজার ষোলোতে বাংলাদেশ নামক রাষ্ট্রে কোনো মানুষ ছিলো না"