সেদিন নদী আর সাগরের মোহনাকে সাক্ষী করে বলেছিলেম তোমাকে ভালবাসি..
দূর নীলিমার পানে চাহিয়া নিশু আনমনা হইয়া আমার অগোচরে একটু হাসিতে বলেছিলে জানিনা..
সুনিপুণা,
ভালবাসা বুঝি এমনি হয়,
নীরবতায় বহু শব্দ রচে যায়..
সেদিন তোমারো নিষ্পাপ চাহনিতে কতো যে কবিতার ভাষা আমি পেয়েছিলাম তা হয়ত আমি ব্যাতিত কেউ জানেনা..
তোমার সেই রাঙ্গা ঠোঁট আর যাদু মাখা সেই চোখের দৃষ্টি শত চেষ্টায়ও মন থেকে মুছে যায়না...
ভালোবাসি...
বড় ভালবাসি তোমার মায়াবী হাসি..
খুঁজে ফিরি সব খানে অন্য কোথাও খুঁজে পাইনা...


উৎসর্গ:- আমার নিশু সুনিপুণাকে


Copyright ©-সাদা কাঁক
১৬ বৈশাখ ১৪২০.