-সাদা কাঁক (মেহেদী হাসান)


আমার আকাশে মেঘমালাদের বিচরণ এই আকাশটা কালো..,
কষ্ট আমার বৃষ্টি হয়ে অবেলায় ঝরে পড়ল...
বৃষ্টি কষ্ট আর কষ্ট বৃষ্টি সারাবেলা.....
এ যেন এক শূন্যতার প্রতিফলন সুনিপুণা বুঝেনা মন ...
ভেসে যাই বৃষ্টি ভাবনায় এই আমি সাথে ভাসে দুই নয়ন।
বৃষ্টি ঘোরে খুঁজে যাই, তারে আমি পাইনা..


মেঘমালাদের মিলনের পরে বৃষ্টি সূচনা হয় পরে সূর্য হাসে ওই নীল আকাশে ..
সূর্য হাসে নীল আকাশে আমি সূর্যের আলো হয়ে খুঁজে যাই সুনিপুণারে...
সূর্যের আলোতে খুঁজে যাই তারে আমি পাইনা....
তার চলাচল কেন পথে যে খুঁজি আমি সেই ঠিকানা ..,
বহু পথ আমি খুঁজে  ফিরি তারে খুঁজে পাইনা..
অচিন পথে খুঁজে বেড়াই,তারে আমি পাইনা...
এক উষ্ণ ঝলক দিয়ে চলেগেছে,
তার দেখা আর মিললো না....


উৎস্বর্গ:-নিশু সুনিপুনাকে...


কপিরাইট: সাদা কাঁক
ঈদুল ফিতর ২০১৪