পেনসিল দিয়ে তোমার ছবি এঁকেছিলাম,
তখন সময়ের আলো ঢলে পড়েছে রাতের কোলে,
হয়তো কিছুটা ত্রুটি ছিল আঁকার মাঝে,
তুমি শুধরে না দিয়ে, পুরোটাই মুছে দিলে।


আমি ছলনায় অল্পক্ষন তোমার মুখের পানে চেয়ে,
আবার ও শুরু করি তোমার ছবি আঁকতে
হয়তো এবার আর ব্যর্থ হব না ,
তবুও জানিনা পাবো কি তোমাকে


অবশেষে দেখিলাম, অপেক্ষা না করে,
চলেছো অনেক দূরে অন্য নতুন পথে,
আমি তো আগেই বুঝেছিলাম তোমার ছলনা,
শুধু চেষ্টা করেছিলাম তোমায় নিজের করে নিতে।


তুমি যদি আমায় ভালোবাসতে
তাহলে খেলতে না আমার অনুভূতির সাথে,
চেয়ে দেখ অনুভূতি গুলো ছিন্ন হয়ে পরে আছে,
যা আজও স্বপ্ন দেখে তোমায় কাছে পেতে।


আজ তুমি চলে যাও দুঃখ নেই,
তোমায় না পেয়ে আর হবো না হতাশা।
তোমার ঐ ভালোবাসায় আমার স্বপ্ন ব্যর্থ হোক,
আমি ব্যর্থতার মাঝে খুজে নেব অন্তিম ভালোবাসা।