যদিও সমাজ বর্তমান পরিস্থিতিতে বিবেকহীন,
হয়ে আছে ন্যায় বিচারের বিরুদ্ধে চিরদিন।
নগ্নতাই এই সমাজের মূল বৈশিষ্ট্য ,
তাহলে কিভাবে হবে ন্যায় ধর্ম প্রতিষ্ঠ।
ন্যায়ের বাণী আজ কালস্রোতে হারিয়েছে,
যেখানে ধোয়াময় বায়ু অন্ধকারে মিশেছে।
যদি সেই প্রশ্ন আবার উঠে আসে,
যা, হয়তো বিলীন হয়ে যাবে ক্ষনস্থায়ী নিশ্বাসে।
উন্নত হয়েছে সমাজ, নতুন রুপ দিয়েছে বিজ্ঞান,
তবে কি তার ফলশ্রুতি শ্লেষ্যতায় -----অবদান..?
হায়রে সমাজ নিজেকে বিলায়ে দিলি নগ্লতায়,
নিজেই ডেকে নিলি নিজের অতীত গৌরবের অবক্ষয়।
অন্ধের দল চারিদিকে লীলা খেলায় মত্ততা,
নীরবে আর সইতে পারছিনা  এই অরাজকতা।
পতিত নদীর মতো সমাজ আজ ভেসে যায় ,
এক জায়গা থেকে অন্যত্র, নিজের নিরক্ষরতায়।
যদিও আমি অস্তিত্ব হীন ,এই বর্বর সমাজে,
আমি প্রতিষ্ঠিত নয় সবার হৃদয় মাঝে ।
তবুও আমি বলতে চাই, এই সমাজকে ন্যায় ভাবে,
তুমি জাগ্রত হও সবার মাঝে ন্যায়ের বাণী হয়ে।
                   ---------------------------------------------Sumon Dhali
.........................................................10.27.2017