আজ আর নেই সেই  মুহুত্ব
যেখানে ছিল কিছু অমরত্ব।
যেটা ক্ষণিক, স্মৃতির মাঝে সীমাহীন
স্বপ্ন গুলি আজ ঝড়ো বাতাসে হয়েছে বিলীন।
কেন এই সীমাবদ্ধতা... অতী মায়াবী..?
দুদিনের স্বল্প স্মৃতি কেন এত করুনাময়ী।
আজ কিছু প্রশ্ন হৃদয় কে ব্যথিত করে,
জানিয়ে দেয় বিচ্ছিন্নতার সীমাহীন আঘাত।
সেই মনে পরে অফুরন্ত ভালবাসা
নীল আকাশের নিচে, আজ ব্যর্থ দুরাশা।
যদি সেই দিন গুলি ফিরে আসত
অজানা প্রশ্নের উত্তর আজ নীরব হত।
ভুলে যেত বিরহের অনুভূতি
ব্যঙ্গ ময় হত ছেলে বেলার স্মৃতি।
চুপি চুপি পলায়ন স্কুল থেকে
আজ হাসিয়ে যায় হৃদয়কে সজ্ঞাহীন রেখে।
টিফিন এর সেই আড্ডা দেওয়া
বড়ো হওয়ার কল্পনা কে গভীর ভাবে ভাবা,
সব যেন হারিয়ে গেছে,
হৃদয়ে স্বল্প আনন্দ সেটাও ফুরিয়েছে।
আজ যখনই দুচোখ তুলে
পুরানো স্মৃতির মাঝে দেখি,
মনে হয় কাল রাতের ফেলে আসা
মায়াবী কল্পনায় আঁকা ছবি।
আজ সেই স্মৃতি মনকে কাপিয়ে যায়,
ক্ষনিক অতীতের বন্ধুদের অশ্লীল ভালোবাসায়।
যদি সেই দিন গুলি ফিরে পেতাম
তবে আবার ভালোবাসায় হারিয়ে যেতাম।
হয়তো পৃথিবী টা রুপ কথা হয়ে যেত,
তবুও ভালোবাসা থমকে না দাড়াত।
পিরিয়ড শেষে বন্ধুদের সাথে আড্ডা
ছুটির শেষে এক সাথে বাড়ি ফেরা,
বন্ধু দের সাথে সেই আড্ডা ভালোবাসা
আজ কোথায়.?
যেন মনে হয় ঝাপসা আলোয় ছায়া ঘেরা।
                      ---------------------------------------------Sumon Dhali
                                    01/10/2017