যখন তোমায় না জেনে ভালোবেসেছিলাম
বুঝিনি এই ভাবে তোমায় হারাতে হবে।
        আর তোমায় না পাওয়া শুন্য হৃদয়ে,
                  যন্ত্রণার কাঁটা তীব্র রুপ নেবে।


তোমার ভালোবাসা ছিল পবিত্র আর সুন্দর,
যেখানে পাইনি কোন ত্রুটি আমি।
যে তোমার ভালোবাসা স্বার্থপর আর গম্ভীর, আর
কখনো বুঝিনি আমার কাঁদার কারণ হবে তুমি।


আজ কষ্টের কাঁটা বিঁধেছে বুকে,
তাই মৃত প্রায় আমি তীব্র যন্ত্রণায়।
কষ্ট সহ্যসীমা অতিক্রম করে চলেছে ক্রমে,
যেন মৃদু শব্দ আমায় মৃত্যুর দূরভাষ জানায়।


আমার অদৃশ্য মনের মাঝে তুমি-
যন্ত্রণার বিষ অনুপ্রবেশ করিয়ে ছিলে,
যা আমায় মৃতের পথে চালিত করেছে,
আর তুমি কাঁদিয়ে গেছো দূরদেশে চলে।


আজ তুমি কি আমায় ভুলে গেছো?
তোমার স্মৃতির মাঝে একবার মনে কর আমায়,
দেখ আমি আজও বসে আছি, ঐ মরুর বুকে,
তোমার স্বার্থপর ভালোসার অপেক্ষায়।


আজ অতীতের কিছু না পাওয়া স্মৃতি,
মনের মাঝে ভীর করেছে তোমার আশায়,
আজ যন্ত্রণার কাঁটা বুকে নিয়ে বসে আছি,
কি করবো বলো? আজও খুব মনে পড়ে আমায়।