তুমি তো ছিন্ন দেহ নিয়ে পরে আছো
নিলজ্জ হয়ে ধুলায় লুটিয়ে,
এই সমাজ তোমাকে অনেক কিছু শিখিয়েছে,
শেখ নি কি তুমি?  


যা আজ সমাজ তোমায় এতটা
ব্যঙ্গের শিখরে নিয়ে রেখেছে ?
তোমার ভালোবাসা, আর রুপের মাধুর্য,
কোথায় গেল ? না কি শিথিল হয়ে গেছে?


আজ তোমার কঠিন ভালোবাসা
অচিরেই নীল হয়ে ঝড়ে পরুক আমার মাঝে
তবুও আমি মেনে নেব,
তোমার মায়বী প্রেম আমার ছিন্ন হৃদয়ে ।


আজ নিজের মানবতা বোধ আর কর্তব্য,
হয়তো তুমি সাময়িক ভুলে গেছ,
আজ আমায় ভুলে নানা রঙের মাঝে
,তুমি তো সেথায় রয়েছো


থাক তোমার রুপকথার কাহিনী,
তুমি রেথে দাও তোমার হৃদয়ে।।
কি হবে মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখিয়ে।
সত্য স্পষ্ট মিথ্যা তো একদিন হারিয়ে যাবে।