প্রতিটা রাজনীতি বিদ রুপকথার মনোরম স্বপ্ন দেখায়,
দু মুঠো অন্য না জোটা কিছু সাধারণের মাঝে।
কারণ তাদের অস্তিত্ব বহাল রাখতে চায়,
আর, প্রতিষ্ঠা করতে চায় একক স্বার্থ ময় কৃতিত্ব।


সেই স্বপ্নের মাঝে থাকে এক মায়াবী রুপনগর।
যেখানে সাধারণের জন্য কল্পনায় আয়োজন করা হয়,
অবাঞ্ছিত পণ্যসামগ্রী আর বাস্তব মায়া জাল।
যা সাধারণ, মানুষ দের আকৃষ্ট করে তাদের প্রতি।


সেই রুপ কথার গল্প বাস্তবের মাঝে তখনই রুপ নেয়,
যখন সেই দরিদ্রের রক্তে মাটি ভেজে-
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে,আর
যখন চোখের জলে ভেজে তাদের শীর্ণ শরীর।


তখন কোথায় যায় সেই রাজনীতি বিদ রা .?
তারা কি ভুলে যায় জনগণের কাছে-
তাঁদের অস্তিত্ব এর জন্য ভিক্ষা চাওয়া।
আর কি ভুলে যায় স্বাধীনতার প্রতিশ্রুতি।


হয়তো তখন অস্বীকার করে ঐ রাজনীতিবিদরা,
যে তাদের অস্তিত্ব এর পিছনে,
সেই অন্যহীন মানুষের রক্তাক্ত জীবন ই দায়ী।
কেননা দরিদ্রের রক্তঝরা যন্ত্রণা তাদের একফোটা উল্লাস।


আমি ঘৃনা করি সেই সব রাজনীতি অনুসারী দের,
যাদের এই জাগতিক স্বার্থান্বেষী আশা আকখ্ঙা-
সামাজিক মূল্য বোধের মানষিকতা কেড়ে নিয়েছে।
আর যারা নারী নৃত্য লালসায় হারিয়ে গেছে।
............................10.04 P.M.08/05/18