আমি রাতের আধারে আনমনা হয়ে,
বসে থাকি একলা নীরবে ,
যে নীরবতা আমার বাহ্যিক প্রকাশ মাত্র,
আর মৃত্যু অবধি এই ছলনা রয়ে যাবে ।


যদিও আমার মন উন্মত্ততায় মত্ততা,
যা বাহ্যিক নিরবের পরিপূরক ,
এই বাহ্যিক নীরবতায় তীক্ষ্ণ যন্ত্রণা হয়,
যে বেদনা আমার  ব্যর্থতার পরিপূর্ণ সূচক।


তুই নেই তবুও তোর উপস্থিতি বিদ্যমান,
তুই নেই তবুও তোর প্রেম আমায় কাঁদায়,
তোর চলে যাওয়া টা আমার কাছে,
কোন এক মাঝরাতের স্বপ্ন বলে মনে হয়।


নিয়তির এই কালের নিত্য স্রোতে
হয়তো তুই হারিয়ে যাবি একদিন,
তবুও তোর উপস্থিতি চিরকাল রয়ে যাবে,
অনুভূতির দ্বারা, এই পৃথিবীর স্থায়িত্ব যতদিন।


তুই হারিয়ে যা, তুই চলে যা অনেক দূরে,
তোর জন্য আমি দুঃখ পাবনা,
শুধু তোর স্মৃতি গুলো নিয়ে আমায় থাকতে দে,
আমি আর কখনো তোর মাঝে যাবনা ।