যদি  সেই জ্যোৎস্না আলো রাতের শেষে নিভে যায়
হতে পারে সেটা দিনের সুচনা .
আর যদি গম্ভীর কালো মেঘের কারণে হয়
তাহলে সেটা বিরহের অনুপ্রেরণা।


আজ আর ভালোবাসার স্বপ্ন দেখতে ভালো লাগেনা
স্বপ্ন তো তুমিই ছিলে আমার ভালোবাসায়,
তুমি তো হারিয়ে গেছো আমার ভালোবাসা থেকে
আমার বাস্তব গল্পে ডায়রির শেষ পাতায়।


তোমার ভালোবাসা আজ অস্পষ্ট হয়ে দাড়িয়েছে,
ছায়া ঘেরা আবছা গহীন রাতের মাঝে।
তুমি ঝাপসা হয়ে এসেছো, লুপ্ত প্রায় হয়ে এসেছো,
আমার ছায়া হীন হৃদয়ের মাঝে তুমি ব্যথা দিয়েছো।


যদি এতই ঘৃনা করো আমার ভালোবাসা কে,
তাহলে প্রতিবিম্ব হয়ে এসেছিলে কেন-- হাসাতে আমাকে।
স্বার্থপর হয়ে আজ নিঃস্বার্থ ভালোবাসা  কে কাদিয়েছো,
অসহায় নিষ্পাপ হৃদয় কে ভেঙে চুরমার করেছো।


নিজের পথে নিজেও চলেছো আমায় একা রেখে,
আমি চায়নি তোমার পথের বাধা হয়ে দাঁড়াতে নিভৃতে ।
তোমার মায়াবী অস্পষ্ট আবছা ভালোবাসার মাঝে ,
চেয়েছিলাম ছায়া হয়ে থাকতে তোমার হৃদয়ে।

আবার নিল সমুদ্র আমাকে নিরবে হাতছানি দেয়,
আমাকে আবেগে ব্যাকুল করে যায়।
যেন রুপকথার গল্প ,আবেগ শেষে মনে হয়
আমাকে ঘিরে রেখেছিলো ব্যাকুলতায় ।
                   ---------------------------------------------Sumon Dhali
                           11PM 10/29/17