লয়,  আমি তোমার থেকে অনেক দূরে -
যে তোমায় হারিয়ে ফেলবো,
এই নাম না জানা অচিন শহরে।


যদিও তুমি নয় আমার এতটা কাছে,
যে তোমায় ধরে রাখবো,
এই অজানা শহরেরে ভীরের মাঝে।


তবুও এই স্বল্প দূরত্ব যেন মনে হয়,
শেষ না হওয়া আকাশের দিগন্ত রেখা,যা আমায়,
উন্মাদ করেছে তোমায় না পাওয়া তৃষ্ণায়।


একই পথে দুজনের পথ চলা, আর,
তোমার অন্ধ ভালোবাসা,
যেন মনে হয় এসব মায়াবী ছলনা তোমার।


যদি এই সব রুপ কথার গল্প ভুলে গিয়ে,
আমি তোমার সম্মুখে দাড়াই, তবে,
তুমি কি বলবে আমায়? আর দেবে কি ফিরিয়ে ?


আজ তোমার ঐ দুনিয়া আমার কাছে -
তোমায় না পাওয়া রূপকথার গল্পের -
ডায়রির শেষ পাতায় পড়ে আছে।


তুমি চলে গেছো যাও ভুলে আমায়,
তবে আবারো ঐ শেষ না হওয়া গল্প,
আমি শুরু করবো এক অলিখিত ডায়রির পাতায়।
      .....................09.11.PM